
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ২২:১৭

ভারতের অয্যোধ্যায় বহুল আলোচিত বারবি মসজিদ মামলার রায়ে মোটেই সন্তুষ্ট নন দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড। এ রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে এ রায়ের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে সুপ্রিমকোর্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। শুধু তাই নয়; অযোধ্যায় সেই বির্তকিত স্থানে রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। খবর হিন্দুস্তান টাইমসের
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি। তিনি জানিয়েছেন, রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করা হবে। যখনই মন্দির গড়া হবে, তখনই শিয়া ওয়াকফ বোর্ড সহায়তা করবে।
রায়ের প্রতিক্রিয়া জানাতে ভারতীয় গণমাধ্যমকে অনেকটা স্পষ্ট করেই রিজমি বলেন, শ্রীরামচন্দ্র সব ভারতীয়দের পূর্বপুরুষ, সে হিসাবে তিনি মুসলমানদেরও পূর্বপুরুষ। তাই তার জন্মভূমিতে এখন মন্দির স্থাপনের তোড়জোড় চলছে। এর সঙ্গে আমি একমত। শুধু একমতই নন তিনি; তার সংগঠন ‘ওয়াসিম রিজভি ফিল্মস’-এর পক্ষ থেকে মন্দির নির্মাণ করতে ৫১,০০০ রুপি দেয়া হচ্ছে রাম জন্মভূমি ন্যাসকে। এ বিষয়ে তার এমন আগ্রহ কেন প্রশ্নে রিজমি শুধু ভারত নয়, সারা বিশ্বের রামভক্তদের কাছে অযোধ্যায় রামের মন্দির একটা আলাদা ব্যাপার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব