বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষের মৌলিক অধিকার ছিল না। কৃষকদের সারের দাবিতে রাস্তায় নামতে গিয়ে গুলির শিকার হতে হয়েছে। পার্শ্ববর্তী দেশের কুপরামর্শে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে বাংলাদেশকে কৃষিহীন দেশে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে এ আর খান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণেই তারা অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, এক ফুলকপি উৎপাদনে কৃষকের ৭-৮ টাকা খরচ হলেও তারা তা মাত্র ২-৩ টাকায় বিক্রি করতে বাধ্য হন। অথচ ঢাকায় সেই ফুলকপি ৫০ টাকায় বিক্রি হয়। তিনি অভিযোগ করেন, মাঝপথে আওয়ামী লীগের চাঁদাবাজরা কৃষকদের পরিশ্রমের ফল নিজেদের পকেটে ঢুকিয়েছে।
তিনি আরও বলেন, প্রকৃত গণতান্ত্রিক সরকারই কৃষকদের প্রয়োজন অনুযায়ী ভর্তুকি দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে। কিন্তু গত ১৫ বছরে কেউই ভোট দিতে পারেননি। যেসব সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা জনগণের প্রয়োজনে কাজ করার কোনো দায়ও অনুভব করেনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস আন্দোলন করছেন। তিনি কখনো বলেননি কাকে ভোট দিতে হবে, বরং ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করলে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের দেশ হয়ে উঠবে, যেখানে কৃষকদের মর্যাদা থাকবে।
তিনি বলেন, কৃষক ও জনগণের উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং আওয়ামী লীগ সরকারের অপশাসনের সমালোচনা করেন।
এর আগে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ ও ৩১ দফার লিফলেট প্রদানের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।