প্রকাশ: ১৬ জুন ২০২০, ৭:৯
মহামারি করোনায় থমকে পুরো বিশ্ব। দিন দিন এর তাণ্ডবে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এরই মাঝে এ ভাইরাসে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। অথচ এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক পাওয়া যায়নি।
কবে নাগাদ এর প্রতিষেধক আসবে, কবে নাগাদ এ ভাইরাসের কবল থেকে মুক্তি মিলবে, এসবের উত্তর পেতে মরিয়া হয়ে আছে মানুষ।