দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবি গ্রামে পুকুর খনন কাজে ১০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলমের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা তার দাপট ও প্রভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী আবু মুসা জানান, তিনি তার বাড়ির পাশে পুকুর খননের কাজ শুরু করলে সারোয়ার আলম বাধা দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। শেষ পর্যন্ত হুমকি দিয়ে ১০ হাজার টাকা আদায় করেন। আবু মুসা বলেন, "ক্ষমতায় না থেকেও তার এমন দাপট, ভবিষ্যতে ক্ষমতায় এলে গ্রামে থাকা যাবে না।"
তার স্ত্রী মৌ বলেন, "আমার স্বামী ক্ষুদ্র ব্যবসা করেন। সেই আয়ে কোনোরকম সংসার চালাই। তবু আমাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
সারোয়ার আলমের আপন জেঠাতো বোন মৌসুমি আক্তার জানান, পিতার সম্পত্তি বের করতে সারোয়ার ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় জমি উদ্ধার হয়নি।
অভিযুক্ত সারোয়ার আলম জানান, পুকুর খননের বিষয়ে তার সঙ্গে ৭০ হাজার টাকার চুক্তি হয়েছিল। তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, "আমার বিরুদ্ধে যা বলা হয়েছে, তা মিথ্যা।"
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, "বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, তিনি এ অভিযোগ প্রথমবার শুনছেন। তদন্তের মাধ্যমে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।