নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য স্পষ্ট করলেন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ১২:৩২ অপরাহ্ন
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য স্পষ্ট করলেন

নিষেধাজ্ঞা না থাকলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তবে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।" তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। কোনো পক্ষের চাপ আমাদের উপর নেই। আমরা কেবল বিবেকের চাপে আছি।"  


সিইসি নাসির উদ্দিন জানান, ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, "আমরা ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি যাব। ৬ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। যারা তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের অন্তর্ভুক্ত করব। এবারের নির্বাচন আগের মতো হবে না। সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব।"  


গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। ছাত্র নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে না।  


এ বিষয়ে সিইসি বলেন, "এটি সম্পূর্ণ আদালতের বিষয়। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের বিচার বা নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। আমরা কেবল নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করব।"  


নির্বাচন কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, "আমাদের লক্ষ্য ভোটারদের আস্থা ফেরানো। এর জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং সবার সহযোগিতা চাই।"  


উল্লেখ্য, গণআন্দোলনের পর ক্ষমতা হারানোর পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে নানা বিতর্ক চলছে। তবে সিইসির বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, কোনো নিষেধাজ্ঞা না থাকলে দলটির নির্বাচনে অংশ নেওয়ার আইনি বাধা নেই।