জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ: নতুন বাংলাদেশের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ১২:০৪ অপরাহ্ন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ: নতুন বাংলাদেশের স্বপ্ন

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আগামী ৩১ ডিসেম্বর লাখো ছাত্র-জনতার উপস্থিতিতে প্রকাশ পেতে যাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই ঘোষণাপত্র প্রকাশ করবে, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর দিকনির্দেশনা দেবে।


সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, মুজিববাদী ৭২-এর সংবিধানকে অপ্রাসঙ্গিক ঘোষণা করাই জুলাই বিপ্লবের অন্যতম লক্ষ্য। তার ভাষায়, এটি একটি গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন, যা লাখো ছাত্র-জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জন করেছে। ৭২-এর সংবিধানের বিপরীতে মানুষের যে অবস্থান, সেটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে।


ঘোষণাপত্রের খসড়ায় বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ও সাম্যের জন্য হলেও ৭২-এর সংবিধান তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। সামরিক আইন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংশোধনী, এবং ফ্যাসিস্ট শাসনব্যবস্থার কারণে রাষ্ট্র দুর্বল হয়েছে। ১৫ বছর ধরে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং ভিন্নমত দমনের অভিযোগ তুলে বলা হয়েছে, বর্তমান শাসনব্যবস্থার সংস্কার অপরিহার্য।


এই ঘোষণাপত্রে শেখ হাসিনার শাসনাধীন সব মনোনীত ও নির্বাচিত অফিস বিলুপ্ত করা, ৭২-এর সংবিধানের সংস্কার বা বাতিল, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের দাবি করা হয়েছে। ছাত্র-জনতা বিশ্বাস করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই রূপান্তর ঘটাতে সক্ষম হবে।


ঘোষণাপত্রের গুরুত্ব প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এটি শুধু একটি দলিল নয়, বরং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের সব স্তরের জনগণের মতামত নিয়ে এটি প্রণয়ন করা হয়েছে।