রাশিয়ার গুলিতে বিধ্বস্ত আজারবাইজানের বিমান: প্রেসিডেন্ট আলিয়েভের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন
রাশিয়ার গুলিতে বিধ্বস্ত আজারবাইজানের বিমান: প্রেসিডেন্ট আলিয়েভের ক্ষোভ


কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তবে তিনি এ ঘটনাকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করলেও রাশিয়ার দায়িত্বহীনতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।  


গত বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রজনি যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। বিমানে ৬৭ জন যাত্রী ও ক্রু ছিলেন। বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হন।  


রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনে আলিয়েভ বলেন, "আমরা নিশ্চিত যে বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলির ফলে ভূপাতিত হয়েছে। যদিও এটি ইচ্ছাকৃত নয়, এটি অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।"  


তদন্ত সূত্রে জানা যায়, রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ভেবে ভুলবশত বিমানটি ভূপাতিত করে। এ বিষয়ে আলিয়েভ বলেন, "রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধকৌশলের মাধ্যমে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, রাশিয়া প্রথম তিন দিন এই ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করেছে।"  


আলিয়েভ আরও বলেন, "আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর তথ্য ছাড়া কিছুই পাইনি। তাদের উপস্থাপিত বিভিন্ন ব্যাখ্যায় আমি বিস্মিত এবং হতাশ।"  


অন্যদিকে, শনিবার (২৮ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ক্রেমলিন থেকে জানানো হয়, "ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টায় ভুলবশত যাত্রীবাহী বিমানটি ভূপাতিত হয়।"  


উল্লেখ্য, দুর্ঘটনার দিন রুশ কর্তৃপক্ষ প্রথমে দায় স্বীকার করতে অস্বীকৃতি জানায়। তবে পরে প্রমাণের ভিত্তিতে তারা নিজেদের ভুল মেনে নিয়ে ক্ষমা চায়।  


এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এমন ভুল সামরিক তৎপরতার নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন তুলছে। আলিয়েভ এ ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।