কুয়াকাটায় ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হলো একটি বিশাল ইলিশ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন
কুয়াকাটায় ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হলো একটি বিশাল ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটায় এক বিশাল ইলিশ মাছ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের সাগরে জেলে মুনসুর আলির জালে ধরা পড়ে ২ কেজি ৩০৪ গ্রাম ওজনের এই ইলিশ মাছটি।


কুয়াকাটা মাছ বাজারের ঘরামী ফিসে মাছটি নিয়ে আসা হয়। নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেন ফিস ভ্যালীর ব্যবসায়ী মো: হাসান। নিলামে এক লাখ ১০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়, যার ফলে মাছটির প্রতি কেজির দাম পড়ে ৬ হাজার ৩২৫ টাকা।


স্থানীয় মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন জানান, "এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। এটি অবরোধের পর প্রথমবারের মতো এ ধরনের বড় মাছ বাজারে এসেছে।" ব্যবসায়ীরা বলেন, "বড় মাছের চাহিদা বেশি, এবং দামও ভালো।"  


জেলে মুনসুর আলী জানান, ২২ দিনব্যাপী অবরোধের পর তিনি সাগরে মাছ ধরতে যান এবং সেখানেই এই বিশাল ইলিশটি জালে ধরা পড়ে। "বড় মাছ পাওয়া আনন্দের, তবে এখন সাগরে মাছের পরিমাণও কম," তিনি বলেন।


আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, "এ ধরনের বড় মাছ এই বাজারে খুবই বিরল, তাই এটি নিলামে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়।" 


কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "গভীর সমুদ্রে এই সাইজের মাছ বেশি পাওয়া যায়, তবে সমুদ্র মোহনায় পলি জমে যাওয়ায় মাছের সংখ্যা কমে যাচ্ছে। এই সমস্যার সমাধান হলে আরও বড় মাছ ধরা পড়বে।"