প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:১০
গাজা যুদ্ধে ভারতের পোয়াবারো! যুদ্ধ শুরুর আগে ইসরাইলের শ্রমসংকট পূরণ করত মূলত ফিলিস্তিনিরা। কিন্তু যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের কাজের লাইসেন্স স্থগিত করে দিয়েছে দেশটি। সেই সুযোগটিই এখন লুফে নিয়েছে ভারত। যুদ্ধ মৌসুমে মিত্র দেশের শ্রমিক সংকট পূরণ করছে দেশটি।
ইসরাইলের নির্মাণখাত প্রথমবারের মতো ভারতীয়দের জন্য সুযোগ-সুবিধা উন্মুক্ত করেছে। ফিলিস্তিনিদের পরিবর্তে ১ লাখ পর্যন্ত ভারতীয় শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে অক্টোবর থেকেই সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল ইসরাইলি নির্মাণ সংস্থাগুলো। অনুমোদনের পর ভারতের হরিয়ানা রাজ্য সরকার গত বছরের ডিসেম্বরে ইসরাইলে নির্মাণ শ্রমিকদের জন্য ১০ হাজার পদের বিজ্ঞাপন দিয়েছে।
যার মধ্যে ৩ হাজার কাঠমিস্ত্রি ও লোহা শ্রমিক, ২ হাজার মেঝে টাইলস ফিটার এবং ২ হাজার প্লাস্টার শ্রমিক চাওয়া হয়েছে। তাদের দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, শ্রমিকদের বেতন হবে প্রায় ৬ হাজার ১০০ শেকেল বা প্রায় ১ হাজার ৬২৫ ডলার।
একই মাসে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশেও আরও ১০ হাজার কর্মীর জন্য একই রকম বিজ্ঞাপন দেওয়া হয়। চলতি মাসের শুরুতে কর্মীদের সাক্ষাৎকার নিতে ভারতে এসেছিলেন ইসরাইলের সংশ্লিষ্ট নিয়োগকারীরা । মঙ্গলবার রাজ্যের রাজধানী লখনৌতে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
ইসরাইলি সরকারের এই নিয়োগ কার্যক্রমে রাজ্যের তদারককারী সরকারি সংস্থাগুলোর মধ্যে একটি হরিয়ানা কৌশল রোজগার নিগম লিমিটেড। এই সংস্থার এক কর্মকর্তা আলজাজিরাকে বলেন, রাজ্যের রোহতক শহরে সপ্তাহব্যাপী নিয়োগ কার্যক্রম চলাকালীন গড়ে প্রতিদিন প্রায় ৫শ থেকে ৬শ আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল।
ইসরাইলের একজন কাঠমিস্ত্রি হিসাবে নিয়োগ পেতে দক্ষতা পরীক্ষায় অংশ নিতে এসেছেন শর্মা (৪৩) । তিনি ছাড়াও ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহার থেকে প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল রোহতকে আসেন।
আলজাজিরাকে বলেন, প্রাথমিকভাবে তাদের মৌখিক পরীক্ষা নিয়েছিল বিহারের একটি নিয়োগ সংস্থা। দ্বিতীয় ধাপের মৌখিক পরিক্ষায় অংশ নিতে তিনি রোহতকে এসেছেন বলে জানান।
শর্মা বলেন, ইসরাইলে কাজ করা দারিদ্র্য থেকে বেরিয়ে আসার জন্য ‘জীবনে একবারের সুযোগ’ বলে মনে হচ্ছে। তিনি এর আগে একটি সরকারি কর্মসংস্থান প্রকল্পের অধীনে কাজ করতেন। যেখানে তাকে ৫ ঘণ্টা কাজ করার জন্য দিনে ৩ ডলারেরও কম বেতন দেওয়া হতো।
ভারত থেকে শ্রমিক নিতে ইসরাইলের সরকার আট মাসেরও বেশি সময় ধরে কাজ করছে। চলমান যুদ্ধকেই ইসরাইলে ভারতীয় শ্রমিক চাওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে।