প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৭:৩৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের প্রায় অর্ধশত পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।