প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ০:২৪
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট পর্যটন এলাকায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি হেলিকপ্টার উপকূলে কয়েক ফুট উপর থেকে বালিতে উল্টে পড়ে। এর ধ্বংসাবশেষগুলো অল্প দূরত্বে পড়ে থাকতে দেখা যায়। অপর হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে অনেকটা অক্ষত দেখা গেছে, যা জনপ্রিয় সী ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে রয়েছে।
ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক গ্যারি ওয়ারেল বলেন, সংঘর্ষের সময় সি ওয়ার্ল্ড রিসোর্ট থেকে অল্প দূরে বালির তীরে একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে এবং অন্যটি অবতরণ করতে পেরেছে।
তিনি বলেন, এ ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এ ঘটনার তদন্ত শুরু করেছে, যাকে ‘মাঝ-আকাশে সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
একটি বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং উপাদান সংগ্রহ করতে শিগগিরই ঘটনাস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : এএফপি, এনডিটিভি