প্রেম প্রত্যাখ্যান করায় নবম শ্রেণির ছাত্রীকে গুলি !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই আগস্ট ২০২২ ১১:৫০ পূর্বাহ্ন
প্রেম প্রত্যাখ্যান করায় নবম শ্রেণির ছাত্রীকে গুলি !

ভর সন্ধেয় প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুন করল এক যুবক।


ঘটনাটি ঘটেছে বিহারের সিপারার ইন্দ্রপুরী এলাকায়। বুধবার সন্ধে ৭.৩০টা নাগাদ টিউশন পড়ে ফিরছিল ১৫ বছরের এক কিশোরী। কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে কিশোরী। 


আহত কিশোরী ওই এলাকার একজন সবজি বিক্রেতার মেয়ে বলে জানা গেছে। এই ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যায় ওই যুবক। ভয়ঙ্কর ঘটনাটি ধরা পড়েছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজে। 


পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় নবম শ্রেণির ছাত্রী বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। কী কারণে কিশোরীকে লক্ষ্য করে গুলি চালাল ওই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ। 


খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখ্যানের কারণে, পুরনো ক্ষোভেই ওই কিশোরীকে গুলি করেছে যুবক। সিসিটিভি ফুটেজ থেকে যুবককে শনাক্ত করা গেলেও, এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।