এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টি। যত টাকা লেখা হচ্ছে ঠিক তার পাঁচ গুণ বের হচ্ছে এটিএম বুথ থেকে। বিষয়টি অবাক লাকলেও বাস্তবে এমনটাই ঘটেছে ভারতের নাগপুরে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বুথের বাইরে টাকা তোলার হিড়িক পড়ে যায়।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, নাগপুরের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ৫০০ টাকা তুলে মেশিনে চাপ দিলে ২ হাজার ৫০০ টাকা বের হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর মানুষ ওই বুথের সামনে ভিড় করতে থাকেন। একপর্যায়ে সেখানে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। পরে ব্যাংকের এক গ্রাহক পুলিশকে খবর দিলে পুলিশ এসে এটিএম বুথটি বন্ধ করে দেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করে।
পুলিশ বলছে, ওই বুথে ১০০ টাকার রাখার বদলে ভুল করে ৫০০ টাকার নোট রাখা হয়। এতেই এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।