প্রতিদ্বন্দ্বী মেরি লি পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ফলাফলে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট।
২০১৭ সালেও ম্যাক্রোঁর কাছে পরাজিত হয়েছিলেন মেরিন লা পেন।টানা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ। ২০০২ সালে জ্যাক শিরাকের পর ম্যাক্রোঁই প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি পুনরায় নির্বাচনে জয়ী হলেন।
এদিকে ম্যাক্রোঁর জয়ের আভাস পেয়েই আনন্দে ফেটে পড়েন তার সমর্থকরা। এ সময় অনেককে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের পতাকা উড়িয়ে পরস্পরকে আলিঙ্গন করতে দেখা যায়। সূত্র : দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪, বিবিসি
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।