কিয়েভে গোলার আঘাতে রাশিয়ার সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে মার্চ ২০২২ ১১:০৯ পূর্বাহ্ন
কিয়েভে গোলার আঘাতে রাশিয়ার সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বাহিনীর গোলাবর্ষণে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন।ওকসানা বাউলিনা নামের ওই সাংবাদিক কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য কাজ করছিলেন।


দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানায়, শহরটির পডিল জেলায় ক্ষয়ক্ষতির চিত্র গ্রহণের সময় তিনি মারা যান।বাউলিনা এর আগে রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করেছেন এবং রাশিয়া ছেড়েছিলেন।


গত বছর ফাউন্ডেশনটিকে বেআইনি ও চরমপন্থী হিসেবে আখ্যায়িত করে সরকার এবং প্রতিষ্ঠানটির অনেক কর্মীকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করে।গোলার আঘাতে আরও একজন নিহত এবং দুইজন আহত হয়েছে বলে জানায় দ্য ইনসাইডার।সংবাদমাধ্যমটি জানায়, বাউলিনা এর আগে কিয়েভ এবং পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন।


প্রতিবেদকের পরিবার এবং বন্ধুদের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছে দ্য ইনসাইডার।অনুসন্ধানী সাংবাদিক আলেক্সি কোভালিভ বাউলিনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।এক মাসের যুদ্ধে বাউলিনাসহ পাঁচ সাংবাদিক নিহত হলেন।


উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।


কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।


এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।