করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন।
শনিবার (১২ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জন। মৃত্যু হয়েছেন ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ২২৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ হাজার ২২ জন এবং শনাক্ত ৩৯ হাজার ২৫৪ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৩৪২ জন এবং মৃত্যু ২৪২ জন, ভিয়েতনামে আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ১১৪ জন এবং মৃত্যু ৭১ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ৭২ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ১১৪ জন, ফ্রান্সে আক্রান্ত ৭২ হাজার ৩৩৯ জন এবং মৃত্যু ১৪৯ জন, নেদারল্যান্ডসে আক্রান্ত ৬৯ হাজার ১৮৬ জন এবং মৃত্যু ১৩ জন এবং ব্রাজিলে আক্রান্ত ৫৫ হাজার ২১১ জন এবং মৃত্যু ৪৬৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।