প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০:৫৬
চলমান ইউক্রেন সংকটে এবার রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
রাশিয়ান মিডিয়াকে ‘সেন্সর’ করার অভিযোগ এনে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কো জানিয়েছে, আংশিকভাবে মেটার ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার সীমিত করা হয়েছে।
এদিকে মস্কো স্থানীয় মিডিয়ার ওপরও চাপ বাড়িয়েছে। রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করার অভিযোগে কিয়েভ ও ইউক্রেনিয়ান আশ্রয়কেন্দ্রে পরিবারগুলোকে নিষ্পেষণবিষয়ক প্রতিবেদনগুলো ব্লক করার হুমকি দেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, চারটি মিডিয়া আউটলেট–আরআইএ নিউজ এজেন্সি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেজদা টিভি, গেজেটা.আরইউ ও লেন্টা.আরইউ-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হলেও ফেসবুক তা করেনি।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান নিক ক্লেগ একটি টুইটার বিবৃতিতে বলেছেন, ‘গতকাল রাশিয়ার কর্তৃপক্ষ আমাদের চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া সংস্থার ফেসবুকে পোস্ট করা বিষয়বস্তুর ইনডিপেনডেন্ট ফেক্ট চেকিং এবং লেবেলিং বন্ধ করার নির্দেশ দিয়েছে, যা আমরা প্রত্যাখ্যান করেছি। এর ফলে তারা ঘোষণা দিয়েছে, তারা আমাদের পরিষেবার ব্যবহার সীমাবদ্ধ করবে।’
এদিকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড ঘোষণা দিয়েছে, এটি রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে যেকোনো জায়গায় মেটার কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারে বাধা দিচ্ছে।
এ বিষয়ে ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার টুইটবার্তায় বলেন, ‘আমরা রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়ায় লেবেল প্রয়োগ করা চালিয়ে যাচ্ছি। এই পরিবর্তনগুলো ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং সপ্তাহান্তে তা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে বিশ্বের যেকোনো জায়গায় আমাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো বা মনেটাইজেশন নিষিদ্ধ করছি।’