প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ২৩:৪৮
পশ্চিমবঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড পরিস্থিতি। করোনা পরীক্ষায় প্রতি পাঁচজনে করোনা শনাক্ত হচ্ছে একজন। তৃতীয় ঢেউয়ের শিকার রাজ্যের বহু মন্ত্রী-আমলা, নেতা-নেত্রী, চিকিৎসকসহ বিশিষ্ট ব্যক্তি। সংক্রমণ রুখতে জারি হওয়া কঠোর বিধিনিষেধের কারণে কলকাতার রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরুপ বিশ্বাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়সহ কলকাতার দুটি সরকারি হাসপাতালের প্রায় ৬০ জন চিকিৎসক বর্তমানে করোনা আক্রান্ত। করোনার তৃতীয় ঢেউয়ের শিকার রাজ্যটির আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
রাজ্য সরকারের তথ্য বলছে, করোনা পরীক্ষায় বর্তমানে প্রতি পাঁচজনে শনাক্ত হচ্ছেন একজন। তবে, এসব ক্ষেত্রে প্রায় সবাই উপসর্গহীন হওয়ায় কাউকে ভর্তি হতে হচ্ছে না হাসপাতালে।
সোমবার থেকে পশ্চিমবঙ্গে নতুন করে বিধিনিষেধ জারি হওয়ায়, এর প্রভাব পড়তে শুরু করেছে কলকাতাসহ বিভিন্ন শহরের রাস্তাঘাটে। বাজারে ক্রেতা কম, রাস্তায় মানুষের লোকের সংখ্যাও স্বাভাবিকের চেয়ে কম। মুখে মাস্ক পরার প্রবণতাও কিছুটা বেড়েছে আগের চেয়ে। তবুও, বিধিনিষেধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতে সোমবার একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। একদিনে সংক্রমণ বেড়েছে প্রায় ৫ হাজার। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৯০০। গোটা ভারতে করোনার টিকা দেওয়া হয়েছে প্রায় একশো ৪৩ কোটি ডোজ। এর মধ্যে ৬১ শতাংশ মানুষই নিয়েছেন টিকার ডাবল ডোজ।