আজ সু চি'র বিরুদ্ধে মামলার রায় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ন
আজ সু চি'র বিরুদ্ধে মামলার রায় ঘোষণা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলার মধ্যে প্রথম রায় ঘোষণা হবে আজ। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলির রায়ে একশ বছরের বেশি শাস্তি হতে পারে।আজ প্রথম রায়ে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দেয়া ও করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে দুই ও তিন বছরের সাজা হতে পারে। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তৎকালীন বহিস্কৃত রাষ্ট্রপতি ও সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা উইন মিন্ট।  


সু চির বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তার বিরুদ্ধে আনা অভিযোগের নিন্দা জানিয়েছে এবং আসামিদের মুক্তির দাবি জানিয়ে আসছে। তবে সেনা সরকারের মুখপাত্রের দাবি সু চিকে একটি স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় শাস্তি প্রদান করা হচ্ছে। শান্তিতে নোবেল জয়ী সু চি কে গত এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় এবং জুন মাস থেকে তার বিচার চলছে।