
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৬:৫০

মিসরে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আজ বুধবার এই দুর্ঘটনা ঘটে। মেডিকেল সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সূত্র জানায়, মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলের একটি বাইপাসে উল্টো পথে আসা একটি লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ওই মিনিবাসের চালক এবং ১৮ জন যাত্রী নিহত হন।

মিসরে দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রায় সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি