ভারতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে পুলিশের তলব

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই অক্টোবর ২০২১ ০৯:৫৯ অপরাহ্ন
ভারতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে পুলিশের তলব

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। লক্ষ্ণীপুর খেরিতে গাড়িচাপায় কৃষক হত্যা মামলায় মিশ্রাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলায় তিনিই প্রধান অভিযুক্ত। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়, ভারতের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে হচ্ছে এই আশিষ। সোমবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ নোটিশ দিয়েছে, শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। মন্ত্রীর বাড়ির বাইরে নোটিশটি টানানো হয়েছে।



লক্ষ্ণৌ জোনের মহাপরিদর্শক লক্ষ্মী সিং বলেছেন, আশিস মিশ্রকে উদ্দেশ্যে করে সমন জারি করা হয়েছে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে