প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১৭:৪৩
তালেবানরা কাবুল নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে রোববার আফগানিস্তান ত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। এসময় ফেসবুক পোস্ট করে প্রেসিডেন্ট জানান, তিনি রক্তপাত বন্ধ করতেই কাবুল ছাড়ছেন।এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, রোববার প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ আফগানরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করছেন তার। কেউ কেউ তাকে কাপুরুষ বলেও মন্তব্য করছেন। অনেকেই অভিযোগ করেন, তার কারণেই এতো অল্প দিনেই কাবুল নিয়ন্ত্রণে নিল তালেবানরা।কাবুলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টার টুইট করে বলেছেন, আফগানরা কখনই গানিকে ক্ষমা করবে না।