প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১:১৮
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনা করছে তালেবান। শোনা যাচ্ছে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা দেওয়া হবে। এই সরকারের প্রধান হতে পারেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কি না, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সূত্রগুলো বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। জালালি ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আর জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত।
এর আগে, যারা শহর ছেড়ে যেতে চায় তাদের নিরাপদে ও নির্বিঘ্নে শহর ত্যাগ করতে দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান। রাজধানী কাবুলের অনেক লোক গাড়িতে করে শহর থেকে পালানোর চেষ্টা করছেন, এবং এ জন্য শহরের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শহরের বহু দোকান, সরকারি অফিস ও বাজার বন্ধ। এসব জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, তালেবান তাদের যোদ্ধাদের কাবুলে সহিংসতা পরিহারের নির্দেশ দিয়েছে। দোহায় একজন তালেবান নেতার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স সংবাদ সংস্থা। বার্তাসংস্থাটি এর আগে জানায়, কাবুলে কেউ কেউ তাদের গাড়ি রাস্তায় ফেলে রেখে পায়ে হেঁটে বিমানবন্দরে যাচ্ছে।