https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ডেল্টা ধরনে শিশুদের ঝুঁকি কম :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ২৩:১৮

শেয়ার করুনঃ
ডেল্টা ধরনে শিশুদের ঝুঁকি কম :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার (কোভিড-১৯) অতি সংক্রামক ধরন ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)।  সংস্থাটির কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন,  ‘অনেকেই শঙ্কিত ছিলেন এই ভেবে যে, ডেল্টার কারণে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কি না। একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, তা হলো- ডেল্টা ধরন শিশুদের বিশেষভাবে আক্রমণ করে না।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আমাদের গবেষণায় দেখা গেছে- ডেল্টার কারণে শিশুদের জন্য নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি; কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষ, যারা এখনো করোনা টিকার ডোজ নেননি বা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন – তাদের জন্য ডেল্টা খুবই ঝুঁকিপূর্ণ।’

তিনি জানান, ডেল্টা ধরনের গঠন, কী কারণে এটি এত সংক্রামক এবং কোন শ্রেণির মানুষজনের এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি- এসব বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা করছে ডব্লিউএইচও। বিশ্বের অনেক দেশে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘মাহামারি পরিস্থিতিতে কীভাবে স্কুল ও শিক্ষপ্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু করা যায় – তা নিয়ে একটি পরিকল্পনা বা গাইডলাইন প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর

পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এবার সরাসরি ইসরাইলি নাগরিকদের জন্য দেশের দ্বার বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। মঙ্গলবার মালদ্বীপের সংসদে একটি নতুন আইন পাস হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন দেন, যার ফলে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন আইনের ফলে মালদ্বীপের ভূখণ্ডে কোনো ইসরাইলি নাগরিক প্রবেশ করতে পারবে না। প্রেসিডেন্টের কার্যালয়

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতায় দুই পক্ষ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতায় দুই পক্ষ

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পারমাণবিক আলোচনার স্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা ও বিভ্রান্তি। সোমবার পর্যন্ত ধারণা ছিল, আলোচনার পরবর্তী ধাপ রোমে অনুষ্ঠিত হবে। কিন্তু মঙ্গলবার ভোরে ইরান জানায়, এই বৈঠক আবারও অনুষ্ঠিত হবে ওমানেই, যা নতুন করে আলোচনার পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।   ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন যে, আলোচনা ওমানেই হবে।

যুদ্ধবিরতির নামে অস্ত্র ছাড়ে রাজি নয় হামাস

যুদ্ধবিরতির নামে অস্ত্র ছাড়ে রাজি নয় হামাস

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মিশরের মধ্যস্থতায় নতুন একটি প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মিশরের তরফ থেকে দেওয়া এই প্রস্তাবে অস্ত্র সমর্পণের শর্ত অন্তর্ভুক্ত ছিল, যা হামাসের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।   নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অপপ্রচারের অভিযোগ !

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অপপ্রচারের অভিযোগ !

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে দাবি করেছেন। লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক জানান, এ ধরনের

প্যালেস্টাইন-২’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরাইল

প্যালেস্টাইন-২’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরাইল

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নতুন একটি অভিযান দখলদার ইসরাইলের বিরুদ্ধে শক্ত বার্তা হয়ে উঠেছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সরাসরি ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর ওপর আঘাত হেনেছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি বিশেষ প্রতিরোধমূলক অভিযান, যেখানে উন্নত প্রযুক্তির অস্ত্রের সফল প্রয়োগ ঘটেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরাইলের দখলকৃত এলাকায়