প্রকাশ: ১ জুন ২০২১, ১৩:১০
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা মানে হচ্ছে কাশ্মিরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। যা আমরা করতে পারবো না।সোমবার (৩১ মে) রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তিনি পাকিস্তান কখনো কাশ্মিরীদের রক্তের বিনিময়ে আপোষ করবে না। ভারতের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা কেবল তখনই শুরু হবে যখন নয়াদিল্লি কাশ্মিরের বাতিল করা বিশেষ মর্যাদা পুনর্বহাল করবে।
উল্লেখ্য, ভারত সরকার ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। এর জের ধরে কাশ্মিরে ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক মহলে নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠা সত্ত্বেও ওই মর্যাদা ফিরিয়ে দেয়নি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সরকার।
উল্টো মাসের পর মাস কাশ্মিরের ওপর লকডাউন আরোপ করে ব্যাপাক ধরপাকড় অভিযান চালায়। ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কূটনৈতিক সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে।