করোনায় বিপর্যস্ত ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার (২৬ এপ্রিল) ইরানের গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে লেখা একটি চিঠিতে এ সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন তিনি।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বিশ্বের সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কোভিড-১৯ মহামারি মোকাবেলা করা সম্ভব নয়। ইরান করোনা মোকাবেলায় ভারতকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতেও প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ইরান অন্যায় নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরও নিজস্ব জ্ঞান, প্রযুক্তি এবং শক্তি-সামর্থ্য কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে। তুলনামূলকভাবে ইরানে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভারতে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় দেশটির চিকিৎসা খাত হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে ইরান তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিল।