প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ২২:১৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, ভুটান ও নেপালেও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ এশিয়ার এই তিন দেশ রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।
ভারতের আসাম, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও সিকিম রাজ্যে কম্পন অনুভূত হয় বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিকিমের রাজধানী গ্যাংটকের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকার ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। সিকিমের পাশাপাশি আসাম, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং বিহার রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কারণে সিকিমে আতঙ্কের সৃষ্টি হয়। কম্পনের পর অনেক মানুষ আতঙ্কে তাদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
করমা তেনপা নামে গ্যাংটকের এক বাসিন্দা মোবাইল ফোনে এনডিটিভিকে জানান, ‘পুরো শহরে ব্যাপক কম্পন হয়েছে। এটা ছিল ভীতিকর।’