প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১০:২২
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হিমবাহে হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত পাঁচজন ও একজন আহত হয়েছেন। জানা গেছে, আমেরিকার অ্যাংরেজ শহর থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে নাইক গ্লেসিয়ার অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
গত রবিবার স্থানীয় সময় আনুমানিক রাত ১০ টায় আলাস্কা রাজ্য ট্রুপাররা নাইক গ্লেসিয়ার অঞ্চলে ওই হেলিকপ্টারের সম্ভাব্য দুর্ঘটনার তথ্য পায় উদ্ধারকারী কর্তৃপক্ষ। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। সূত্র : এনবিসি।