প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দুর্লভ খনিজ উপাদান নিয়ে চীন অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে।
এই ম্যাগনেট ও খনিজ উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে অপরিহার্য। স্মার্টফোনসহ উন্নত ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে এর ব্যবহার রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্প এসব উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি খনিজ আমদানির জন্য চীনের ওপর নির্ভরশীল।
অন্যদিকে চীনের রপ্তানি প্রবণতায় উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চীনা কাস্টমসের তথ্যে দেখা যায়, জুনের তুলনায় জুলাইয়ে আমদানি বেড়েছে ৪ হাজার ৭০০ টনেরও বেশি।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শুল্ক বিরোধ নতুন মাত্রা পাচ্ছে। চলতি মাসের শুরুতে কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন। এতে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া গেলেও শুল্ক না বাড়ালে হার ১৪৫ শতাংশে পৌঁছাত।
গত মে মাসে দুই দেশ সমঝোতায় এসেছিল শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনার বিষয়ে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তখনও ৩০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। এখন ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প নতুন উত্তেজনা তৈরি করলেন।