প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪
ভরা বসন্তে শীতের আভাস! তুষারপাত ও তুষারঝড় বইছে সৌদি আরবের তাবুক অঞ্চলে। কয়েক বছর ধরেই তাপমাত্রার হেরফের হচ্ছিল এই মরু অঞ্চলে। পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চলে তুষারপাতের মতো বিরলতম ঘটনায় চমকে গেছেন সবাই।
এমন কনকনে ঠাণ্ডায় কেউ যেমন ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। এ দিকে অনেকেই আবার তুষারপাতের ছবি তোলার জন্য বাইরে বেরিয়েও পড়ছেন।
শীতকালে সূর্যাস্তের পর জাঁকিয়ে ঠাণ্ডা তো পড়েই এখানে। কিন্তু তুষারপাতের মতো ঘটনা বেশ বিরল। তাই সতর্কতা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বার্তা তারা ছড়িয়ে দিচ্ছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তুষারে ঢাকা মরু অঞ্চলের রাস্তায় বসে পড়েছে একদল উট। খবর খালিজ টাইমসের।অন্য দিকে এমন বিরল মুহূর্তের সাক্ষী হতে দূরদূরান্তের পর্যটকদের ভিড় জমতে দেখা যাচ্ছে এখানে। তাদেরই তোলা চোখ ধাঁধানো ছবি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে সাহারা মরুভূমিতে তুষারপাতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। ৫০ বছর পর, পৃথিবীর বৃহত্তম মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়ার পর, সেই নৈসর্গিক দৃশ্যের ছবিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।