https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ব্যাপক তুষারপাত সৌদির মরুভূমিতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪

শেয়ার করুনঃ
ব্যাপক তুষারপাত সৌদির মরুভূমিতে

ভরা বসন্তে শীতের আভাস! তুষারপাত ও তুষারঝড় বইছে সৌদি আরবের তাবুক অঞ্চলে। কয়েক বছর ধরেই তাপমাত্রার হেরফের হচ্ছিল এই মরু অঞ্চলে। পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চলে তুষারপাতের মতো বিরলতম ঘটনায় চমকে গেছেন সবাই।

এমন কনকনে ঠাণ্ডায় কেউ যেমন ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। এ দিকে অনেকেই আবার তুষারপাতের ছবি তোলার জন্য বাইরে বেরিয়েও পড়ছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শীতকালে সূর্যাস্তের পর জাঁকিয়ে ঠাণ্ডা তো পড়েই এখানে। কিন্তু তুষারপাতের মতো ঘটনা বেশ বিরল। তাই সতর্কতা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বার্তা তারা ছড়িয়ে দিচ্ছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তুষারে ঢাকা মরু অঞ্চলের রাস্তায় বসে পড়েছে একদল উট। খবর খালিজ টাইমসের।অন্য দিকে এমন বিরল মুহূর্তের সাক্ষী হতে দূরদূরান্তের পর্যটকদের ভিড় জমতে দেখা যাচ্ছে এখানে। তাদেরই তোলা চোখ ধাঁধানো ছবি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে সাহারা মরুভূমিতে তুষারপাতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। ৫০ বছর পর, পৃথিবীর বৃহত্তম মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়ার পর, সেই নৈসর্গিক দৃশ্যের ছবিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে উত্তাল পরিবেশ, ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সমাবেশ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে উত্তাল পরিবেশ, ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সমাবেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের হাওয়া বইছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন পদক্ষেপ, যেমন সরকারি কর্মচারীদের ব্যাপক ছাঁটাই এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের কারণে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।  শনিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এক হাজার ২০০ বিক্ষোভের আয়োজনের কথা ছিল। এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনের সবচেয়ে

সিরিয়ায় ইসরায়েলের হামলা: তুরস্ক সংঘাতে না জড়ানোর অবস্থানে

সিরিয়ায় ইসরায়েলের হামলা: তুরস্ক সংঘাতে না জড়ানোর অবস্থানে

গত ডিসেম্বরে সিরিয়ার শাসনের পালাবদলের পর থেকে দেশটির সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলাগুলো সিরিয়ার নতুন সরকারকে সামরিকভাবে দুর্বল করতে সহায়ক হচ্ছে এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করে তুলছে। যদিও তুরস্ক সিরিয়ার নতুন সরকারের ঘনিষ্ঠ মিত্র, তবে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, সিরিয়া এবং

গাজায় পানির তীব্র সংকট, বন্ধ ৭০ শতাংশ সরবরাহ

গাজায় পানির তীব্র সংকট, বন্ধ ৭০ শতাংশ সরবরাহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও এক মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উপত্যকায় প্রায় ৭০ শতাংশ পানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে।   [https://enews71.com/storage/hQVaOohTtC99NsvqYki75eaFU15ugOlBYIYADnTp.png]Unknown-23.jpg 744.51 KB [https://enews71.com/storage/hQVaOohTtC99NsvqYki75eaFU15ugOlBYIYADnTp.png] গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় প্রধান

সিরিয়ায় ইসরাইল-তুরস্ক উত্তেজনা,আসছে সামরিক সংঘাত!

সিরিয়ায় ইসরাইল-তুরস্ক উত্তেজনা,আসছে সামরিক সংঘাত!

সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরাইলের টানা হামলায় তুরস্ক ও ইসরাইলের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এমএএএন জানিয়েছে, দেশটির অন্তত তিনটি তুরস্ক-নিয়ন্ত্রিত বিমানঘাঁটি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাঁটিগুলো সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার সেনাবাহিনীর সঙ্গে যৌথ

১২ বছর পর আবারও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংলাপ

১২ বছর পর আবারও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংলাপ

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এ তথ্য জানিয়েছে। ২০১২ সালের পর এটিই হবে দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ।   সূত্রে জানা গেছে, পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালোচ। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।   এই সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার,