চীনের ল্যাপটপ নির্মাতা কোম্পানি ম্যাজিক বেন সম্প্রতি নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ। যার নাম ম্যাগ-১।এই ল্যাপটপের মাপ ২০.৭×১৪.৬×১.৮ সেন্টিমিটার এবং ওজন ৭০০ গ্রামেরও কম। এই নতুন ল্যাপটপে রয়েছে ফুল সাইজ ইউএসবি ৩.০ পোর্ট, টাইপ-সি কানেক্টর, মাইক্রো এসডি কার্ড রিডার, অডিও সকেট এবং মাইক্রো এইচডিএমআই পোর্ট।
এছাড়াও ল্যাপটপে থাকছে ইন্টেল কোর M3-8100Y চিপসেট, ১৬ জিবি মেমোরি এবং ৫১২ জিবি এসএসডি। ডিসপ্লে আছে ২৫৬০×১৬০০ পিক্সেলের যার অ্যাস্পেক্ট রেশিও ১৬:১০।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।