https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সারাদেশে ইন্টারনেটে ধীরগতি, দীর্ঘ ভোগান্তির আশঙ্কা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১:৪২

শেয়ার করুনঃ
সারাদেশে ইন্টারনেটে ধীরগতি, দীর্ঘ ভোগান্তির আশঙ্কা

ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় কাটা পড়া সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ না হওয়ায় গত চার দিন ধরে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ফলে ভুগতে হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানায়, সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ হতে প্রায় এক মাস লাগতে পারে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের দীর্ঘ ভোগান্তিতে পড়তে হতে পারে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কোম্পানির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান বলেন, গত শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ কেবলটি কাটা পড়ে। তাদের ওখানে প্রশাসনিক কাজ-কর্মে একটু বেশি সময় নেয়। সব মিলিয়ে তারা জানিয়েছে, আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ কাজটি হতে পারে। 

সারাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইডথ আসে মূলত গভীর সমুদ্রের মধ্য দিয়ে আসা দুটো সাবমেরিন কেবলের মাধ্যমে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। আর দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ঢুকেছে কুয়াকাটা হয়ে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শনিবার বিএসসিপিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টায় দ্বিতীয় সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই কেবলের মাধ্যমে সেবা বন্ধ থাকলেও সি-মি-উই-৪ সাবমেরিন কেবল এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রায় সঙ্গে রাখুন এই গ্যাজেটগুলো, পথ চলবে সহজ এবং নিরাপদ

ঈদযাত্রায় সঙ্গে রাখুন এই গ্যাজেটগুলো, পথ চলবে সহজ এবং নিরাপদ

ঈদুল ফিতর আমাদের জীবনে এক বিশেষ আনন্দের সময়, কিন্তু এই সময়ে বাড়ি ফেরার জন্য যাত্রা প্রায়ই কঠিন এবং ব্যস্ত থাকে। দীর্ঘ পথযাত্রার সময় যাত্রীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তবে কিছু গ্যাজেট থাকলে সেই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব। আজকের প্রতিবেদনে ঈদযাত্রার সময় সঙ্গে রাখা উচিত এমন কিছু গ্যাজেটের কথা আলোচনা করা হবে, যা যাত্রীদের যাত্রাকে আরও আরামদায়ক, নিরাপদ এবং

"উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা"

"উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা"

উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় এই মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন। কেসিএনএ জানিয়েছে, আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ড্রোন, যা ভূমি ও সাগরে কৌশলগত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। নতুন প্রযুক্তির এই ড্রোন শত্রুপক্ষের গতিবিধি নজরদারি করতে

বাংলাদেশে দ্রুত চালু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট

বাংলাদেশে দ্রুত চালু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সময় এনজিএসও নীতিমালা অনুসরণ করে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান

ইলন মাস্কের স্টারলিংক আসছে, ইন্টারনেট সেবা নতুন দিগন্তে

ইলন মাস্কের স্টারলিংক আসছে, ইন্টারনেট সেবা নতুন দিগন্তে

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর অনুমোদন পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা, দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনাসহ বেশ কিছু শর্ত মেনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) স্টারলিংককে লাইসেন্স দিতে প্রস্তুত। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি।     বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা

একুশে পদকের তালিকায় অভ্র কীবোর্ডের স্রষ্টা মেহেদী হাসান খান

একুশে পদকের তালিকায় অভ্র কীবোর্ডের স্রষ্টা মেহেদী হাসান খান

বাংলা কম্পিউটিংয়ের জগতে বিপ্লব সৃষ্টি করা অভ্র কীবোর্ডের উদ্ভাবক ডা. মেহেদী হাসান খান ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। বাংলা ভাষার ডিজিটাল প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এই পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ দুই দশকের সংগ্রামের পর তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন, যদিও এই পথ ছিল সহজ নয়। অভ্র কীবোর্ডের মাধ্যমে বিনামূল্যে ইউনিকোডভিত্তিক বাংলা টাইপিংয়ের সুবিধা সবার