আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল জনাব মোঃ রায়হান কাওছার, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি উপ-পুলিশ কমিশনার (সিএসবি/সদর দপ্তর)(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার, বরিশাল জনাব মোঃ শরিফ উদ্দিন সহ বরিশাল জেলার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহিদদের আত্মত্যাগের মূল্যায়ন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাতৃভাষা রক্ষা এবং ভাষার প্রতি ভালোবাসা আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। মাতৃভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা মাতৃভাষা, শহিদ দিবস ও বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বিষয় নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন করেন। এছাড়া, ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, "মাতৃভাষা আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। ভাষা আন্দোলন আমাদের সাহস ও স্বাধীনতার সংগ্রামের অমর দৃষ্টান্ত।"
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, "ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। মাতৃভাষা রক্ষায় আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।"
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।