মাইক্রোসফটের জাপান শাখা তাদের কর্মীদের সাপ্তাহিক ছুটি তিন করায় সেখানকার কর্মীদের কর্মক্ষমতা ৪০ শতাংশ বেড়েছে। গত আগস্টে প্রতিষ্ঠানটি সাপ্তাহিক কর্মদিবস ৪ দিন করে একটি পরীক্ষামূলক জরিপ চালায়। পরীক্ষামূলক জরিপের পর চমকপ্রদ ফল পায় মাইক্রোসফটের জাপান শাখা। যে সপ্তাহে সাপ্তাহিক ছুটি তিন দিন ছিল সেই সপ্তাহে কর্মীদের কাজের অগ্রগতি অন্যান্য সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ বেশি ছিল এবং বৈঠক গুলোও কার্যকরী ছিল।
জরিপের নাম দেওয়া হয় ‘ওয়ার্ক লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’। এর আওতায় প্রায় ২৩০০ কর্মীকে সপ্তাহে অতিরিক্ত একদিন শুক্রবার বেশি ছুটি দেওয়া হয়। এর জন্য স্যালারি কাটা হয়নি কিংবা বার্ষিক ছুটি থেকেও ছুটি কাটা হয়নি।
বর্তমানে পৃথিবীতে দুই দিন সাপ্তাহিক ছুটি প্রচলিত। এর আগেও অনেক প্রতিষ্ঠান তিন দিন সাপ্তাহিক ছুটি করার পরীক্ষা চালিয়েছিল কিন্তু তাদের ফল আশানুরুপ হয়নি। এবারই প্রথম ইতিবাচক ফল পাওয়া গেল।আগামী গ্রীষ্মে মাইক্রোসফটের জাপান শাখা তাদের কর্মীদের সাপ্তাহিক ছুটি আবারও তিন দিন করবে বলে জানিয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।