অপারেশন ডেভিল হান্ট’-এ এক দিনে আটক ১৫২১

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৮ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট’-এ এক দিনে আটক ১৫২১

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য অভিযানে এ গ্রেফতার হয়। পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জন এবং অন্যান্য মামলায় ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিদেশি অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।  


পুলিশ জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল ও ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।  


শনিবার সন্ধ্যা থেকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান শুরু করে। এর আগে শুক্রবার গাজীপুরে ছাত্রদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেয়।  


৮ ফেব্রুয়ারি প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের অংশ হিসেবে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।  


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চলবে। গোপন তথ্যের ভিত্তিতে টার্গেটকৃত এলাকাগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে।  


এদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের পরিবার অভিযোগ করেছে যে, নিরপরাধ ব্যক্তিরাও এই অভিযানের শিকার হচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।  


অন্যদিকে, পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন ও অপরাধীদের বিরুদ্ধে যথাযথ তদন্তের পরই ব্যবস্থা নেওয়া হবে।  


অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সদর দপ্তর বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।