
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১:৮

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু এখন আতঙ্কের নাম। মশা গায়ে বসাটাই এখন অনেক ভয়ের কারণ। মনে হয় ডেঙ্গু মশা কামড়লো না তো। কারণ এই ডেঙ্গুর কামড় খেয়ে জ্বর হয়ে এখন প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে হলে প্রথমে এডিস মশার প্রজনন ক্ষমতা ধ্বংস করতে হবে। ডেঙ্গু মশাবাহিত রোগ। আপনাকে মশা না কামড়ালে আপনার ডেঙ্গু হবে না। সুতরাং সোজা কথা মশা মুক্ত থাকতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব