
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১৬:৫১

দই খাওয়ার অভ্যাস অনেকের মধ্যে রয়েছে। কিন্তু টক দই বলতেই সবার প্রথমে মনে আসবে খাবার-দাবার রান্নায় ব্যবহারের কথা। তবে জানেন কি শরীরের জন্য এই টক দই কত উপকারী। দুধের মতোই টক দইও আশ্চর্য পুষ্টিগুণে ভরপুর। টক দই শারীরিক নানা সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী। বিশেষ করে নিয়মিত এক কাপ টক দই খাওয়ার অভ্যাস অনেক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। জেনে নেওয়া যাক টক দইয়ের এমনই অসাধারণ কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে-
কোষ্ঠকাঠিন্য দূর করে
খাবার হজমে সাহায্য করে
কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখে
রক্ত পরিশোধন করে

উচ্চ রক্তচাপ কমায়
ল্যাকটোস ইন্টালারেন্স সমস্যা কমায়
ওজন কমায়
ইনিউজ ৭১/এম.আর