ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১০ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লালমনিহাটের হাতীবান্ধায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারি চালক পালিয়ে গেছে।


শনিবার বিকেলে উপজেলার সূচনা চত্ব্বর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। 


সোহেল রানা লালমনির সদর উপজেলার কলেজ বাজার এলাকার শমসের আলীর । সে হাতীবান্ধা পোলার আইসক্রিমের মার্কেটিং কাজে নিয়োজিত ছিলেন।


জানা গেছে, সোহেল রানা মোটরসাইকেল করে হাতীবান্ধা থেকে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সূচনা চত্ব্বর এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করেন স্থানীয়রা। তবে চালক ও সহকারী চালক ছটকে পড়েন। 


এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ হরিস চন্দ্র বর্মন বলেন, লাশটি উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। 


এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পালিয়ে গেছে।