মুজিবনগরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: শনিবার ১০ই আগস্ট ২০২৪ ০৯:১৮ অপরাহ্ন
মুজিবনগরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে আলম হোসেন (৩৫) নামের এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


শনিবার (১০ আগস্ট) মধ্যরাতে তারনগর গ্রামে আলম হোসেনের নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আলম হোসেন তারানগর গ্রামের আগবত হোসেনের ছেলে।


স্থানীয়রা জানায়, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে আওয়ামী লীগ সমর্থক ও মাদক ব্যবসায়ী আলম নিজ বাড়িতে চৌকির উপর ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ৬-৭ জনের অস্ত্রধারী দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলো পাতাড়ী কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যাই বলে ধারণা করা হচ্ছে।


জানা গেছে আলম হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।


মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তার লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় রাখা হয়েছে। নিহতের লাশ  মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের জন্য সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে।