২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১৬ জনের, চলতি বছর ২০১ জন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জুলাই ২০২৩ ০৯:৪২ অপরাহ্ন
২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১৬ জনের, চলতি বছর ২০১ জন

দেশে ডেঙ্গুতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন। মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২০১ জন মারা গেলেন।


বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার আছেন ৪ হাজার ৬৪৬ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।