গতকাল সন্ধ্যায় অমর একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বেহুলা বাংলা স্টলে হয়ে গেলো ‘প্রেমও একটা অসুখ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
প্রাণবন্ত এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র গর্ভধারিনী মা রেহেনা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কবি মাহবুব রুমন, কবি দালান জাহান, ডিবিসি নিউজ প্রযোজনা নির্বাহী শাহ্ মুহাম্মদ তাজসহ কিছু সম্মানিত ব্যক্তি।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, সময়ের জনপ্রিয় কবি, পাঠক সমাজে ভালোবাসার কবি হিসেবে খ্যাত আমাদের স্নেহের তানভীর জাহান চৌধুরী’র এই কাব্যগ্রন্থ স্থান পেয়েছে তারুণ্যের উচ্ছ্বাস, ভালোবাসা, বিরহ ও বিচ্ছেদ।
মোড়ক উন্মোচনের পর পরই নতুন প্রজম্মের পাঠকরা হুমড়ি খেয়ে পড়েছিল বেহুলা বাংলার স্টলে ‘প্রেমও একটি অসুখ’ গ্রন্থটি সংগ্রহ করতে। নিমিষেই স্টলে আসা বইগুলো শেষ হয়ে যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।