প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১:৩০
জয়পুরহাটের পাঁচবিবিতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসুচী মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহিপুর অডিটরিয়াম হলরুমে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল হক, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসুচী এসেন্ড বাংলাদেশ এর কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ডাঃ শরীফ মোঃ কাফি মোছাঃ মোনালিসা মীম,আটাপুর ইউপির চেয়ারম্যান আ,স,ম সামমছুল আরেফিন চৌধুরী আবুসহ অনেকে উপস্থিত ছিলেন।