ফাইজারের ২৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছালো

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: শনিবার ১৫ই জানুয়ারী ২০২২ ১১:৪১ পূর্বাহ্ন
ফাইজারের ২৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছালো

দেশে এসে পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ২৩ লাখ ডোজ করোনা টিকা। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসব টিকা পৌঁছে।


স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনা টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা এসেছে। আজ শুক্রবার রাতে একটি বিশেষ বিমানে করে এই টিকা পৌঁছেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন এবং এখন টিকা নিচ্ছেন।