প্রকাশ: ৭ জানুয়ারি ২০২২, ২:২
নওগাঁর ধামইরহাটে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার লক্ষনপাড়া স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণও চিকিৎসাসেবা প্রদান করা হয়। উইমেন্স এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশন, ইরান ক্লাব অব ঢাকা ওয়াসিস, প্রতিধনী উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এবং ফেইথ বাংলাদেশ এর যৌথ আয়োজনের এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় এক যুগ ধরে সংগঠনগুলো প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।
এসময় সংগঠনগুলোর প্রতিনিধি, নাজমা মাসুদ, এনজেলা বৈশাখী মেনডেজ,নিলুফার আহমেদ করিম, সানজিদা ভূঁইয়া হক, ফাহমিদা সুলতানা, শাহিদা হায়দার দীপ্তি উপস্থিত ছিলেন।