প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ২১:২৬
ভারতে করোনা ভাইরাসের সংক্রমন ব্যাপক আকার ধারণ করলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি চালু রয়েছে। প্রতিদিনই শতাধিক ট্রাক পণ্য নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে। এসব ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার কোন ব্যবস্থা নেই স্থল বন্দরটিতে। সীমান্তের জিরো পয়েন্টে নেই থার্মালর বা হেড স্ক্যানার দিয়ে তাপমাত্রা নির্ধারণ করার যন্ত্র।
সরেজমিনে দেখা গেছে, ভারতীয় ট্রাকচালক এবং বাংলাদেশী শ্রমিকরা এক হয়ে পণ্য ওঠানামা করছে। তবে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্যবিধি। ফলে ভারতীয় নতুন ধরণের করোনা সংক্রমন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশংকা করছে সচেতন মহল। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে দাবী করেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহম্মেদ জুয়েল।
ভারতীয় কয়েকজন ট্রাক চালক জানান, ভারতের অভ্যন্তরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকলেও বাংলাদেশের অভ্যন্তরে কোন প্রকার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। সীমান্তে শুধুমাত্র দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়ছে।
সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহম্মেদ জুয়েল জানান, স্বাস্থ্যবিধি ও সকল নিয়ম মেনে বন্দর দিয়ে আমদানী রপ্তানি চলমান রয়েছে। ভারত তাদের ট্রাক চালকদের দেশের অভ্যন্তরে স্বাস্থ্য পরীক্ষা করে এ দেশে পাঠায়। তাছাড়া এখানেও স্বাস্থ্য বিধি মেনে চলতে হয় তাদের।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, বন্দরে ভারতীয় ট্রাকচালকদের তাপমাত্রা পরিমাপ করার জন্য একজন স্বাস্থ্য উপ-সহকারী কাজ করেন। এছাড়া আগত চালকদের আলাদা থাকার নির্দেশনা দেয়া আছে। এ পর্যন্ত কোন কোভিট আক্রান্ত চালক পাওয়া যায়নি।