খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
রবিবার (৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার গিলাতলী বিওপি সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পাহাড়ি আঁকাবাঁকা পথ ব্যবহার করে চোরাকারবারীরা বিভিন্ন অবৈধ পণ্য ভারতীয় সীমান্তে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ওইসব পণ্য জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম ও পাচার প্রতিরোধে তাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।