দিনাজপুরে ইউএনও'র অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২০ অপরাহ্ন
দিনাজপুরে ইউএনও'র অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ মানববন্ধনে বিভিন্ন স্থান থেকে আগত অর্ধশতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবি জানান। অংশগ্রহণকারীরা তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির পার্বতীপুর শাখার প্রতিনিধি তারিকুল ইসলাম, সোহেল সাজ্জাদ, রোকুনুজ্জামান রকি সহ অন্যান্যরা। তারা বলেন, ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে পার্বতীপুরে এককভাবে শাসন করছেন এবং নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুই বার বদলি আদেশ হওয়ার পরেও সেটি স্থগিত হয়েছে, যা অজ্ঞাত কারণে ঘটেছে। তারা দাবী করেন, অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।


বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পরে বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি দেখে প্রশাসনের সহযোগিতায় ইউএনও ফাতেমা খাতুন অফিস ত্যাগ করেন।


ইউএনও ফাতেমা খাতুন বিষয়টি নিয়ে বলেন, “আমি বৈষম্যের শিকার। নাগরিক কমিটির প্রতিনিধি তারিকুল ইসলাম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমার বদলির আদেশ স্থগিত করা হয়েছে, এখানে আমার কী দোষ?” তিনি আরো বলেন, “আমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”


এদিকে, আন্দোলনকারীরা ইউএনওর বিরুদ্ধে তার কর্মকাণ্ডের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।