রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা-লাঙ্গলবাদ সড়কের রুপিয়াট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় রিফাত নামের আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজালিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ (১৭) ও একই উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের মিলনের ছেলে নিলয় (১৭)। আহত রিফাত (১৭) সরিষা ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মঞ্জুর ছেলে। তারা সকলেই একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা তিন বন্ধু মোটরসাইকেলে পাংশা থেকে সরিষা ইউনিয়নে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার সাথে মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলয় ও শুভকে মৃত ঘোষণা করেন। সেই সাথে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সরিষা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, মরদেহ দুটি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।