দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠালেন ১৬৩ কোটি ৪২ লাখ ডলার প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২২শে সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪০ অপরাহ্ন
দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠালেন ১৬৩ কোটি ৪২ লাখ ডলার প্রবাসীরা

ঢাকা, ২২ সেপ্টেম্বর: চলতি মাসের প্রথম ২১ দিনে বৈধ পথে দেশে ১৬৩ কোটি ৪২ লাখ (১ দশমিক ৬৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশী মুদ্রায় এই পরিমাণ ১৯ হাজার ৬১১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।


রবিবার (২২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২১ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে এসেছে ১৩৩ কোটি ডলার, যা ২০২২ সালের সেপ্টেম্বরের ১৫৪ কোটি ডলারের তুলনায় কিছুটা কম।


কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দৈনিক গড়ে ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। যদি এই প্রবাহ অব্যাহত থাকে, তাহলে মাস শেষে প্রবাসী আয় ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, জুলাই থেকে আগস্ট মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। তিনি বলেন, "প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হচ্ছে।" তিনি জানান, এই প্রবৃদ্ধির কারণে রিজার্ভের পতন থামানো গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ডলার।


গত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।


২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে।