সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দেবীদ্বারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ২০শে অক্টোবর ২০২৩ ০৭:১৬ অপরাহ্ন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দেবীদ্বারে মানববন্ধন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত চিকিৎসক মোঃ আবু জাফর সালেহী ও আবুল হাসান কর্তৃক যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ক্যামেরা পার্সন কামরুলের ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব।


শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার মুক্তিযোদ্ধা চত্বরে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।


মানববন্ধনে সাংবাদিক নির্যাতনকারী চিকিৎসকদের দ্রুত বিচারের দাবী ও ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোঃ সাহিদুল ইসলাম, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রতিনিধি শফিউল আলম রাজিব, দৈনিক নাগরিক ভাবনার এমজে মামুন, দৈনিক আজকালের খবরের আহাম্মদ হোসাইন।


এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, মাই টিভির প্রতিনিধি সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের ওমর ফারুক মুন্সী, দৈনিক বাংলার আলোড়নের আব্দুল হালিম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মো. শাহজালাল, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক কুমিল্লার ডাক’র প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি রুহুল আমিন হাজারী ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ সুমন প্রমুখ।